ভোলায় মাল্টিপারপাসের টাকা আত্মসাত মামলায় ৫ জন জেলে

0
1

ভোলা সংবাদদাতা
ভোলায় ইউনাইডেট মাল্টিপারপাস কো: অপারেটিভ সোসাইটি লি: নামে গ্রাহকের কোটি কোটি টাকা আত্মসাতের মামলায় ওই কোম্পানির সভাপতি আব্দুল খালেক মিয়া, মো: মনছুর আলম, খায়রুল ইসলাম, মোঃ ফখরুল ইসলাম ও আব্দুল্লাহ আল মামুন নামে ৫ জনের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছে ভোলা জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ আলী হায়দার।

বুধবার (৩০ জুন) দুপুরে মামলার বাদি মোঃ দেলোয়ার হোসেনের দায়ের করা মামলায় জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট এ নির্দেশ প্রদান করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভোলা সদর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে টাকা আত্মসাত ও চেক জালিয়াতির মামলা দায়ের করা হয়।

এ বিষয়ে এই মামলার বাদি প্রবাসি দেলোয়ার হোসেন বলেন, দির্ঘদিন সৌদি থাকার পর ২০১৮ সালে দেশে আসার পরে ইউনাইটেড মাল্টিপারপাসের চেয়ারম্যান মঞ্জুরুল আলমের সাথে দেখা হলে সে আমাকে তার ব্যবসায় অংশিদার হিসেবে টাকা রাখতে বললে আমি সরল মনে ১৮ লক্ষ ১৫ হাজার টাকা রাখি। রাখার ২ মাসের মধ্যে তার অফিস বন্ধ করে পালিয়ে যায়। তার সাথে যোগাযোগ করার চেষ্টা করতে তার পরিবারের লোকজন আমাকে বিভিন্ন ভাবে হুমকি দিয়ে আসছে। শুধু আমি নয় ভোলা জেলায় আমার মত শতাধিক মানুষের টাকা আত্মসাত করেছেন তিনি।

উল্লেখ্য, এ মাল্টিপারপাসের বিরুদ্ধে একটি ১শ’ কোটি আত্মসাত ও একাধিক চেক জালিয়াতির মামলা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here