ভোলায় ১৪১ জনের জেল, ২৪ লাখ টাকা জরিমানা

0
10

নিজস্ব প্রতিবেদক
কঠোর বিধিনিষেধের মধ্যে স্বাস্থ্যবিধি অমান্য এবং বাইরে ঘোরাঘুরির কারণে ভোলায় এ পর্যন্ত ১৪১ জনকে কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

এছাড়াও ২ হাজার ৭৭৬ জনকে ২৪ লাখ ৪১ হাজার ৫শ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

১ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত জেলার সাত উপজেলায় ৩৬০টি ভ্রাম্যমাণ আদালতে এ জেল-জরিমানা করা হয়। এ সময় মামলা দায়ের করা হয়েছে ২ হাজার ৭৪২টি।

এদিকে মঙ্গলবার রাত পর্যন্ত আরও ৭৮ জনের জেল-জরিমানা করা হয়েছে। এর মধ্যে ৭৭ জনকে ৩৬ হাজার ৩৫০ টাকা জরিমানা এবং এক জনকে ৩ দিনের কারাদ- দেওয়া হয়েছে।

৯টি ভ্রাম্যমাণ আদালতে এ জেল-জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউসুফ হাসান এ তথ্য জানান।

এদিকে কঠোর বিধিনিষেধের মধ্যে শহরে জনসমাগম ঠেকাতে শক্ত অবস্থানে রয়েছে প্রশাসন। শহরের বিভিন্ন পয়েন্টে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ, র‌্যাব, নৌবাহিনী, কোস্টগার্ড ও বিজিবিসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টহল দেখা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here