ভোলা সংবাদদাতা
ভোলায় গত ১৫ দিনে করোনা সনাক্ত হয়েছে দ্বিগুণ। বর্তমানে সনাক্তের হার ২৪ শতাংশ। ১৫ জুন থেকে ৩০ জুন পর্যন্ত ৩৯৬ নমুনা পরীক্ষায় ৬১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ মাসের শুরুতে ১৪ জুন পর্যন্ত শনাক্তের হার ছিলো ১১ শতাংশ। ৩৩৬ নমুনা থেকে আক্রান্ত হয়েছে ২৯ জন।
এদিকে জেলায় ১৪ মাসে করোনায় মৃত্যু হয়েছে ২৬ জনের। যাদের মধ্যে গত ৬ মাসেই ২০ জনের মৃত্যু হয়। অন্যদিকে বেড়েছে শনাক্ত এ পর্যন্ত জেলায় মোট শনাক্ত হয়েছে ২ হাজার ৫২ জন। এরমধ্যে ১৪ এপ্রিল একদিনে ৪১ জন শনাক্ত হয়। যা গত এক বছরের মধ্যে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড।
অন্যদিকে একদিনে সর্বোচ্চ ৩ জনের মৃত্যু হয়।
এদিকে বুধবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘন্টায় ৩৩ টি নমুনা পরীক্ষায় ৫ জনের করোনা সনাক্ত হয়েছে।
এদের মধ্যে ভোলা সদরে ৩ জন, দৌলতখান ১ জন ও তজুমদ্দিনে ১ জন রয়েছে।