ভোলায় ২৪ ঘন্টায় করোনা ও উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু, শনাক্ত ১১৩

0
15

নিজস্ব প্রতিবেদক
ভোলায় করোনা রোগীর সংখ্যা ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে আরও ১ জনের মৃত্যু হয়েছে। তার বাড়ি লালমোহন উপজেলায়। তবে, ২৪ ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে।

ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডাক্তার নিরুপম সরকার ২৪ ঘন্টায় ওই হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেন। এ নিয়ে এ পর্যন্ত করোনা ও উপসর্গ নিয়ে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৩৪ জন।

বৃহস্পতিবার জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ২৪ ঘন্টায় ২৫০ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে আরও ১১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এর আগের দিন শনাক্তের সর্বোচ্চ রেকর্ড ছিল ১৭৬ জন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৩ হাজার ৫শ’ ১৩ জন। ২৪ ঘন্টায় আক্রান্তদের মধ্যে ভোলা সদর উপজেলায় ৪৪ জন, দৌলতখানে ৮ জন, বোরহানউদ্দিনে ১৬ জন, লালমোহনে ১২ জন, চরফ্যাশনে ২৫ জন ও তজুমদ্দিনে ৮ জন রয়েছে। করোনায় এ পর্যন্ত সুস্থ্য হয়েছেন ২ হাজার ৩৪০ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here