ভোলায় ২৮ জনের কারাদণ্ড, প্রায় ১১ লাখ টাকা জরিমানা

0
5

নিজস্ব প্রতিবেদক
ভোলায় কঠোর বিধি-নিষেধের মধ্যে স্বাস্থ্যবিধি অমান্য করায় ও বিনা কারণে বাইরে ঘুরাঘুরি করার কারণে গত এক সপ্তাহে ২৮ জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও ৭ উপজেলায় এই সাত দিনে এক হাজার ১০১ জনকে জরিমানা করা হয়েছে।

জেলার সাত উপজেলায় সর্বমোট ১২৯টি ভ্রাম্যমাণ আদালতে এক হাজার ৭৩টি মামলা হয়েছে। গত ১ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত এসব জেল জরিমানা করা হয়।

এ সাতদিনে মোট জরিমানা করা হয়েছে ১০ লাখ ৮৩ হাজার ৩৫০ টাকা। এদিকে কঠোর বিধিনিষেধের সপ্তম দিনে জেলার ৭ উপজেলায় ১৫টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

এতে ১০০ জনকে ৯৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া চারজনকে তিনদিন করে কারাদণ্ড দেয়া হয়েছে। ভোলা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইউসুফ হাসান এ তথ্য নিশ্চিতি করেছেন।

এদিকে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, নৌ-বাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্টগার্ড ও র‌্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টহল চলছে। এছাড়াও চেকপোস্ট ও পুলিশের টহল রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here