ভোলা সমিতি ঢাকার ইফতার মাহফিল অনুষ্ঠিত

0
36

নিজস্ব প্রতিবেদক

ভোলা সমিতি ঢাকার খতমে কুরআন, দোয়া মাহফিল, ইফতার ও নৈশভোজ আজ (১৫ এপ্রিল) শুক্রবার, বিকেল ৫ টায় ঢাকার আর্মি গলফ ক্লাব (পাম ভিউ) তে অনুষ্ঠিত হয়েছে।

ভোলা সমিতি ঢাকা’র সভাপতি প্রফেসর ড. মাকসুদ হেলালীর সভপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি, সাবেক সচিব এম মোকাম্মেল হক, ভোলা-৩ আসনের সাবেক এমপি মেজর (অব:) জসিম উদ্দিন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন, অতিরিক্ত আইজিপি (অব:) ফররুখ আহমেদ, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী (অব:) আবদুস সবুর, পুলিশের উত্তরা জোনের ডিসি মুহাম্মদ মোরশেদ আলম।

ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সমিতির সাধারণ সম্পাদক মো: সহিদুল হক মুকুল, সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী এ টি এম মহিউদ্দিন ফারুক, ইফতার কমিটির আহবায়ক এম ইউ গোলাম রসুল বেলাল, সদস্য সচিব ড. হারুন অর রশিদ প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন সমিতির সহ-সম্পাদক গোলাম রহমান তুহিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here