ভোলা সমিতি ঢাকার লেখা আহবান

0
3

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ‘স্বাধীনতা যুদ্ধে ভোলা’ শিরোনামে লেখা আহবান করেছে ভোলা সমিতি ঢাকা। আগামী ১০ আগস্ট-২০২১ এর মধ্যে এই লেখা পাঠাতে হবে। ভোলা জেলার ছাত্র-ছাত্রীরা লোখা পাঠানোর এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে পারবে। এতে থাকবে ২টি গ্রুপ।
গ্রুপ-১ বিশ্ববিদ্যালয় অধ্যায়নরত ছাত্র-ছাত্রী এবং গ্রুপ-২ উচ্চমাধ্যমিক পর্যন্ত অধ্যয়ন রত ছাত্র-ছাত্রী। লেখার কলেবর হতে হবে সর্বনিন্ম ২,০০০ শব্দে। প্রতি গ্রুপের জন্য থাকবে পুরস্কার: প্রথম পুরস্কার: ২৫,০০০/= টাকা, দ্বিতীয় পুরস্কার: ১৫০০০/= টাকা এবং তৃতীয় পুরস্কার: ১০,০০০/= টাকা
লেখা বিবেচনায় বিচারক মন্ডলী থাকবেন, আহবায়ক কবি নাসির আহমেদ, সদস্য সচিব প্রফেসর মোহাম্মদ হাসান এবং সদস্য থাকবেন সাংবাদিক ইয়াসিন মুহাম্মদ।
লেখা পাঠাবার নিয়মাবলী ও গাইডলাইন সমিতির ফেসবুক পেইজ ও ওয়েবসাইটে পাওযা যাবে।
লেখা পাঠাতে হবে ই-মেইল: eashin1972@gmail.com অথবা hasanbholageo@gmail.comএই ঠিকানায়। অথবা ডাক যোগে পাঠানো যাবে, ভালা সমিতি ভবন, ৯/১/ই সেক্রেটারিয়েট রোড, ফুলবাড়য়িা, ঢাকা ১০০০। সকল শিক্ষার্থীকে সমিতির গাইডলাইন অনুসরণ করে লেখা প্রেরণ করতে হবে। বিজ্ঞপ্তি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here