মনপুরা সংবাদদাতা
পরিকল্পনা মন্ত্রী এম.এ মান্নান এমপি বলেছেন, মনপুরা মানুষের প্রাণের দাবী নদী ভাঙ্গনের হাত থেকে মনপুরাকে বাচাঁনো। আগামী সভায় মনপুরার নদী ভাঙ্গন রোধ প্রকল্প কাগজ পত্র দেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পেশ করব। নদী ভাঙ্গন রোধ প্রকল্পটি পাশ হবে ইনশআল্লাহ।
শনিবার মনপুরায় মেঘনার ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন শেষে সাকুচিয়া আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব কলেজ মাঠে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক মো: জাকির হোসেন এর সঞ্চালনায় সুধী সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী’লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান শেলিনা আকতার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি।
সভায় আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এম.পি বলেন, মনপুরা মানুষের প্রাণের দাবী নদী ভাঙ্গন থেকে রক্ষা করা। এখানকার দেড় লক্ষাধিক মানুষের সেই দাবী নদী ভাঙ্গনের হাত থেকে মনপুরাকে বাঁচানোর জন্য কাজ করে যাচ্ছি। প্রায় ১২ শ কোটি টাকার একটি প্রকল্প তৈরি করে প্লানিং কমিশনে অনুমোদনের অপেক্ষায় আছে। শীগ্রই সেটি অনুমোদন হবে আশা করছি।
প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করে সাবেক উপমন্ত্রী জ্যাকব আরও বলেন, মনপুরাকে বাচাঁন। মনপুরার মানুষকে বাঁচান। আমরা বাচঁতে চাই। আমরা আর নদী ভাঙ্গন চাইনা। মনপুরার মানুষের প্রাণের দাবী মনপুরাকে নদী ভাঙ্গনের হাত থেকে রক্ষা করা। আমি নদী ভাঙ্গন রোধ প্রকল্পটি দ্রুত অনুমোদন চাই।