মনপুরায় ঘূর্ণীঝড় যশ মোকাবেলায় প্রস্তুতিমূলক সভা

0
3

মনপুরা সংবাদদাতা
মনপুরা উপজেলা দূর্যোগ ব্যাবস্থাপনা কমিটির উদ্যোগে ঘূর্ণীঝড় যশ মোকাবেলায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার রাত ৮টায় জরুরী ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভার সভাপতিত্ব করেন উপজেলা দূর্যোগ ব্যাবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান শেলিনা আকতার চৌধুরী। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শামীম মিঞা।

ঘূর্ণীঝড় যশ মোকাবেলায় উপজেলা প্রশাসন ও উপজেলা দূর্যোগ ব্যাবস্থাপনা কমিটি সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছেন। কর্মসূচীসমূহ ঘূর্ণীঝড় পুর্বপ্রস্তুতি হিসেবে ৫৯টি আশ্রয়নকেন্দ্র প্রস্তুত । ৫৯টি আশ্রয়ণ কেন্দ্রর মধ্যে ৪০টি টি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান, কারিতাস সাইক্লোন সেন্টার ১২টি এবং রেডক্রিসেন্ট সাইক্লোন সেন্টার ৭টি। ২৪ ঘন্টা কন্টোলরুম খোলা হয়েছে। ১টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। উপজেলা প্রশাসনের পাশাপাশি উপজেলা সিপিপি ৪টি ইউনিয়নে জনসচেতনতা সৃষ্টির লক্ষে ব্যাপক মাইকিং ও প্রচার প্রচারণা করবে। এছাড়াও ৪টি ইউনিয়নের চেয়ারম্যানগণ জনসচেতনতায় মাইকিং করে সাধারণ জনগনকে আশ্রয়য়ণ কেন্দ্রে আনার জন্য ব্যাবস্থা গ্রহণ করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here