নিজস্ব প্রতিবেদক
মনপুরা উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক ও উত্তর সাকুচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: জাকির হোসেন মিয়ার পিতা বৃহত্তর সাকুচিয়া ইউনিয়নের সাবেক ইউনিয়ন আ’লীগ সভাপতি ও সাবেক চেয়ারম্যান নুর হাফেজ মিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী পারিবারিক উদ্যোগে পালিত হয়েছে।
সোমবার বাদ জোহর উত্তর চরফৈজুদ্দিন বহুমুখী মাদ্রাসায় মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত ও ৪শ এতিম ছাত্রদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়েছে। একই দিনে মো: জাকির হোসেন মিয়ার বাড়ীর দরজা মাদ্রসায় ও এতিম খানায় ৪শ এতিম ছাত্রদের মাঝে উন্নত মানের খাবার বিতরণ করা হয়েছে। এছাড়াও হাজির হাট ইউনিয়নে ৩টি মাদ্রাসায় মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করার খবর পাওয়া গেছে।