মাত্র ১০ সেকেন্ডে করোনা শনাক্ত !

0
5

আন্তর্জাতিক ডেস্ক
মাত্র ১০ সেকেন্ডের মধ্যে করোনা শনাক্তের এক চমকপ্রদ প্রযুক্তি উদ্ভাবন করেছেন তুরস্কের একদল বিজ্ঞানী। ইতোমধ্যে সরকারি অনুমোদন পাওয়ায় ব্যাপক হারে ডিভাইসটি উৎপাদন শুরু করে দিয়েছেন সে দেশের উদ্যোক্তারা। খবর তুর্কি সংবাদমাধ্যম ডেইলি সাবাহ’র।

খবরে বলা হয়, বিলকেন্ট বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের উদ্ভাবিত এই প্রযুক্তির ডিভাইসটির নাম দেয়া হয়েছে ডায়াগনোভির। এই ডিভাইসের মাধ্যমে মাত্র ১০ সেকেন্ডের মধ্যে করোনা শনাক্ত করা সম্ভব। তারা জানায়, ন্যানোটেকনোলজি-ভিত্তিক এই প্রযুক্তি ৯৯ শতাংশ নির্ভুল ফলাফল দেয়।

বিলকেন্ট বিশ্ববিদ্যালয়ের রেক্টর অধ্যাপক আব্দুল্লাহ আতালার জানিয়েছেন, ‘সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে আমরা করোনা শনাক্তের নতুন এ পদ্ধতি আবিষ্কার করেছি।

ডায়াগনোভির নামের নতুন উদ্ভাবিত ডিভাইসটি প্রচলিত পিসিআর টেস্টের চেয়ে সম্পূর্ণ আলাদা। এটি ব্যবহার করে পরীক্ষা করলে মাত্র ১০ সেকেন্ডের মধ্যে আক্রান্ত ব্যক্তির করোনা শনাক্ত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here