নিজস্ব প্রতিবেদক
মাদরাসা শিক্ষাকে আন্তর্জাতিক মান সম্পন্ন এবং এই শিক্ষা ব্যবস্থায় প্লৈবিক পরিবর্তন আনয়নের লক্ষ্যে কাজ করছে শেখ হাসিনা সরকার। সোমবার (১৪ জুন) দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবনের মিডিয়া সেন্টারের হলরুমে চরফ্যাশন উপজেলা জমিয়াতুল মোদার্রেছীনের নবনির্বাচিত কমিটির সদস্যদের উদ্যেশ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও চরফ্যাশন মনপুরার সংসদ সদস্য আলহাজ্ব আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি এ কথা বলেন।
ভোলা জেলা জমিয়তের সভাপতি অধ্যক্ষ আবদুল খালেকের নেতৃত্বে চরফ্যাসন উপজেলার নবনির্বাচিত কমিটির সভাপতি অধ্যক্ষ মূঈনুদ্দীন ও সাধারন সম্পাদক অধ্যাপক মোঃ কামরুজ্জামানসহ নির্বাচিত নেতৃবৃন্দ তার সাথে সৌজন্য সাক্ষাত করেন।এসময় নেতৃবৃন্দ তাদের অভিভাবক জননেতা আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি মহোদয়কে ফুলের শুভেচ্ছা দিলে এমপি জ্যাকব তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
শুভেচ্ছা বক্তব্যে এমপি জ্যাকব বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদ্রাসা শিক্ষার বৈপ্লবিক পরিবর্তনের জন্য সর্বপ্রথম পদক্ষেপ নিয়েছিলেন। যার ধারাবাহিকতায় জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত প্রচেষ্টার সারাদেশে ছয় হাজার কোটি টাকা ব্যয়ে ১হজার ৮শত মাদরাসার দৃষ্টিনন্দন ভবন তৈরির কাজ প্রায় শেষ হয়েছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাই মাদরাসা শিক্ষার প্রসারে আলাদা কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ গঠন করেছেন। তার সরকারের আমলেই দেশে বেশির ভাগ মাদরাসা এমপিওভুক্ত করা হয়েছে। বেতনবৈষম্য নিরসন, বিজ্ঞান ভিত্তিক কারিকুলাম প্রনয়ন, জনবল কাঠামো পরিবর্তনসহ নানাবিধ কর্মকান্ডে প্রশংসা অর্জন করেছে বর্তমান সরকার।
এ সময় চরফ্যাশন উপজেলা জমিয়াতুল মোদার্রেছীনের নবনির্বাচিত কমিটির প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
Love you Jacob Vai and Charfassonsongbad❤️