মার্কিন রাষ্ট্রদূতকে ডেকে সতর্ক করলো রাশিয়া

0
5

আন্তর্জাতিক ডেস্ক
মস্কোতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে সোমবার (২১ মার্চ) তলব করে রাশিয়া। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মন্তব্যের কারণে দ্বিপাক্ষিক সম্পর্ক ধ্বংসের দ্বারপ্রান্তে।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর জেরে গত ১৬ মার্চ জো বাইডেন বলেন, ইউক্রেনে লক্ষাধিক সেনা পাঠানোর কারণে পুতিন একজন ‘যুদ্ধাপরাধী’।

এ নিয়ে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় আজ এক বিবৃতিতে বলেছে, ‘আমেরিকান প্রেসিডেন্টের এই ধরনের বক্তব্য- যা একজন উচ্চপদস্থ রাষ্ট্রনায়কের কাছে যোগ্য নয়। এটি রুশ-আমেরিকান সম্পর্ককে ধ্বংসের দ্বারপ্রান্তে ফেলেছে।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, বাইডেনের সাম্প্রতিক অগ্রহণযোগ্য মন্তব্যের প্রতিবাদ হিসেবে রাষ্ট্রদূত জন সুলিভানের কাছে আনুষ্ঠানিক চিঠি দেয়া হয়েছে।

রুশ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, রাশিয়ার বিরুদ্ধে নেয়া বৈরী পদক্ষেপের দৃঢ় ও নিষ্পত্তিমূলক জবাব দেয়া হবে বলে তাকে (মার্কিন রাষ্ট্রদূত) সতর্ক করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here