মালদ্বীপের পার্লামেন্টে এমপিদের তুমুল মারামারি

0
2

আন্তর্জাতিক ডেস্ক
মালদ্বীপের পার্লামেন্টে মারামারিতে জড়িয়েছে একদল এমপি। ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে স্যুট, টাই পরা এদকল এমপি পাগলের মতো একে অপরের দিকে ঝাপিয়ে পড়ছে। তারা একে আপরকে ঘুষি, লাথি ও ধাক্কা দিচ্ছে।

এসব ঘটনা মালদ্বীপের সংসদের মেঝেতেই ঘটেছে। দেশটির সংসদে আজ (২৮ জানুয়ারি) মোহাম্মদ মুইজ্জু সরকারের জন্য সংসদীয় অনুমোদনের জন্য একটি মূল ভোট হওয়ার কথা ছিল।

ভিডিওতে থাকা দুই ব্যক্তি হলেন মালদ্বীপের ডেমোক্রেটিক পার্টি (এমডিপি) এমপি ইসা ও ক্ষমতাসীন পিএনসি এমপি আবদুল্লাহ শাহীম আবদুল হাকিম।

অন্য একটি ভিডিওতে এমপিকে স্পিকারের কানে একটি হর্ন বাজাতে দেখা যায়। স্পিকার এসময় কানে হাত দিয়ে শব্দ বন্ধ করার চেষ্টা করেন।

ক্ষমতাসীন দলের বেশ কয়েকজন সদস্য হাউসে বাধা দেন এবং অধিবেশন ব্যাহত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here