মালদ্বীপে প্রতিপক্ষকে ১০ গোল দিলেন সাবিনা

0
5

ক্রীড়া প্রতিবেদক
মালদ্বীপের উইমেন্স ফুটসাল ফিয়েস্তা টুর্নামেন্টে প্রতিপক্ষকে গোলবন্যায় ভাসিয়েছেন বাংলাদেশের জাতীয় দলের স্ট্রাইকার সাবিনা খাতুন। টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে ট্রেড ক্লাবকে ২২-২ গোলে উড়িয়ে দিয়েছে সাবিনার ক্লাব দিভেহি সিফাইং ক্লাব। এই ম্যাচে সাবিনা একাই করেছেন ১০ গোল। এর আগে প্রথম ম্যাচে জোড়া গোল করে দলকে জেতাতে বড় ভূমিকা রাখেন বাংলাদেশের ‘গোলমেশিন’ সাবিনা।

চতুর্থবারের মতো মালদ্বীপের ঘরোয়া ফুটবল খেলতে মালে গেছেন জাতীয় নারী দলের অধিনায়ক সাবিনা খাতুন। একই ক্লাবে খেলছেন জাপানে জন্ম নেয়া বাংলাদেশের ফুটবলার মাতসুশিমা সুমাইয়া।

সাবিনা-সুমাইয়ার সামনে বলতে গেলে পুরোপুরি দিশেহারা হয়ে পড়ে প্রতিপক্ষ ট্রেড ক্লাব। একপর্যায়ে গোল হওয়ার পর জাল থেকে বল কুড়ানোও বন্ধ করে দেন ট্রেড ক্লাবের খেলোয়াড়েরা। বেশির ভাগ সময় সাবিনাদের বল কুড়িয়ে আনতে দেখা গেছে। সাবিনাদের পরের ম্যাচ মালদ্বীপ পুলিশ ক্লাবের বিপক্ষে ২৭ নভেম্বর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here