ভেদরগঞ্জ সংবাদদাতা
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার পদ্মা নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে চলছে মা ইলিশ নিধনের মহাউৎসব। এমনকি মা ইলিশ রক্ষা অভিযান পরিচালনাকারী দলের ওপর হামলা করেছে জেলেরা।
শনিবার (৯ অক্টোবর) সন্ধ্যায় শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার কাচিকাটা ইউনিয়নের মরিছাকান্দি এলাকায় পদ্মা নদীতে এ হামলার ঘটনা ঘটে।
ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভির আল নাসিফ বলেন, পদ্মা নদীতে শনিবার দুই দফা অভিযান পরিচালনাকারী দলের ওপর হামলা করে জেলেরা। এতে উপজেলা মৎস্য কার্যালয়ের তিনজন মৎস্য সম্প্রসারণ কর্মি ও দুইজন পুলিশ সদস্য আহত হয়েছেন।
ঘটনার পর থেকে মৎস্য বিভাগের কর্মী আব্দুল বারেক মিয়া নিখোঁজ আছেন। এ সময় পুলিশের দুটি আগ্নেয়াস্ত্র হারিয়ে যায়। একটি উদ্ধার করা গেলেও আরেকটি এখনো পাওয়া যায়নি।
সখিপুর থানার উপ-পরিদর্শক মিরাজ হোসেন বলেন, জেলেদের হামলার কারণে মৎস্য বিভাগের কর্মী ও পুলিশ সদস্যদের বহনকারী একটি স্পিডবোট তলিয়ে যায়। তাতে কয়েকজন আহত হয়েছেন। আমরা হামলার সঙ্গে জড়িত পাঁচজনকে আটক করেছি।