মা হতে যাচ্ছেন অভিনেত্রী শখ

0
2

বিনোদন প্রতিবেদক
করোনাভাইরাস মহামারি যখন গত বছরের মে মাসে সব ধ্বংসের আতঙ্ক ছড়িয়ে দিল সারাবিশ্বে ঠিক সে সময় গুঞ্জন উঠেছিল মডেল ও অভিনেত্রী আনিকা কবির শখের দ্বিতীয় বিয়ের। এ বিষয়টি নিশ্চিত করে শখ অবশ্য মুখ খোলেননি।

জানা যায়, গত বছরের ১২ মে পারিবারিক আয়োজনে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। স্বামীর নাম রহমান জন। তিনি পেশায় একজন ব্যবসায়ী। যদিও বিয়ের বিষয়ে শখ মুখ খোলেননি। বরং ঘটনার পর নিজের মোবাইল ফোন বন্ধ ও ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করে দেন তিনি।

এবার গুঞ্জন এলো মা হতে চলেছেন শখ। অভিনেত্রীর বেশকিছু ঘনিষ্ঠ সূত্রে এ খবর ভেসে বেড়াচ্ছে শোবিজে।

খোঁজ নিয়ে জানা গেছে, তার স্বামীর বাড়ি গাজীপুর জেলার কালিয়াকৈর থানার বলিয়াদি গ্রামে। বর্তমানে তিনি সেখানেই অবস্থান করছেন। রাজধানীর উত্তরায়ও তিনি বাসা নিয়েছেন। সেখানেও স্বামীর সঙ্গে বসবাস করেন।

আরও জানা গেছে, শখ অন্তঃসত্ত্বা। কবে নাগাদ সন্তানের জন্ম হবে সেটা জানা যায়নি। সন্তানের সুরক্ষার কথা চিন্তা করেই এবার ঈদ উপলক্ষে কোনো কাজ না করার সিদ্ধান্ত নিয়েছেন শখ।

এ প্রসঙ্গে জানতে যোগাযোগ করা হলে শখের ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া গেছে।

প্রসঙ্গত, এর আগে ২০১৫ সালের ৭ জানুয়ারি অভিনেতা নিলয় আলমগীরকে ভালোবেসে বিয়ে করেছিলেন শখ। সেই বিয়ে ভেঙে যায় দুই বছরের মাথায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here