মিলাদের পোলাও খেয়ে দুই শতাধিক অসুস্থ

0
3

জয়পুরহাট সংবাদদাতা
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বেলখুর গ্রামে শুক্রবার (১০ সেপ্টেম্বর) দুপুরে মিলাদের পোলাও খেয়ে প্রায় দুই শতাধিক লোক অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থরা নারী-পুরুষ ও শিশু। এর মধ্যে ৬০ জন হাসপাতালে চিকিৎসাধীন।

এলাকাবাসী জানায়, গত সোমবার উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বেলখুর গুচ্ছ গ্রামের বজলুর রহমানের মৃত্যু হয়। শুক্রবার মৃতের পরিবারের লোকজন বাড়ীতেই দোয়া মাহফিলের আয়োজন করে। দোয়া শেষে আগত লোকজনদের মাঝে পোলাও বিতরণ করা হয়। ওই পোলাও খেয়ে ডায়রিয়ায় আক্রান্ত হয় লোকজন। আক্রান্তরা স্থানীয় চিকিৎসকসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে জানা যায়, মেজবানের পোলাও খেয়ে ডায়রিয়া আক্রান্ত হয়ে এ পর্যন্ত প্রায় শতাধিক রোগী প্রাথমিক চিকিৎসা সেবা নিয়েছেন। এখনও ৬০জন ভর্তি রয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here