‘মুসা কী টাইপের মানুষ, আমরা বুঝি না’

0
6
নিজস্ব প্রতিবেদক

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ভুয়া অতিরিক্ত সচিব আব্দুল কাদেরের বিষয়ে মঙ্গলবার (১২ অক্টোবর) বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দ বিভাগ (ডিবি) কার্যালয়ে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন মুসা বিন শমসের।

সেখানে সাড়ে তিন ঘণ্টার বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। জিজ্ঞাসাবাদ শেষে প্রেস ব্রিফিংয়ে ডিবির যুগ্ম কমিশনার হারুন-অর-রশীদ বলেন, ‘উনি (মুসা বিন শমসের) কেমন মানুষ, আমরা বুঝি না।’

হারুন অর রশীদ বলেন, ‘উনাকে (মুসা বিন শমসের) আমার কাছে রহস্যময় মানুষ মনে হয়েছে। প্রতারক আব্দুল কাদের একজন নাইন পাস লোক, তাকে মুসা বিন শমসের উপদেষ্টা বানালেন কেন? ২০ কোটি টাকার চেক দিলেন কেন? উনি বলেছেন, লাভ দেবেন। কিন্তু উদ্দেশ্য আমরা জানি না। মুসা সাহেব দেখেছেন আব্দুল কাদের বড় বড় লোকের সঙ্গে কথা বলেন। বাস্তবে আব্দুল কাদেরের সঙ্গে উনার অনেক সম্পর্ক রয়েছে।’

ডিবির এই যুগ্ম কমিশনার আরও বলেন, ‘তার সঙ্গে ভুয়া অতিরিক্ত সচিব আব্দুল কাদের মাঝির যে সম্পর্ক এর দায় তিনি এড়াতে পারবেন না। কারণ উনার সঙ্গে আব্দুল কাদের মাঝির যে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক, তা দিয়ে বিভিন্ন মানুষকে আব্দুল কাদের মাঝি ঠকিয়েছেন।

ডিবির এই কর্মকর্তা বলেন, ‘জিজ্ঞাসাবাদের একপর্যায়ে মুসা বিন শমসের বলেছেন, তার সুইস ব্যাংকে ৮২ মিলিয়ন ডলার আটকে আছে। সেই টাকা পেলে তিনি পুলিশকে ৫০০ কোটি টাকা দিতে চেয়েছেন। এছাড়া তিনি দ্বিতীয় পদ্মা সেতু ও দুদকের ভবনও করে দিতে চেয়েছেন।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here