নিজস্ব প্রতিবেদক
মৌসুম শুরু হলেও ভোলার চরফ্যাশন, মনপুরা, লালমোহন, তজুমদ্দিন ও দৌলতখানের মেঘনা নদীতে জেলেদের জালে মিলছে না ইলিশ।
সারাদিন নদীতে জাল ফেলে ইলিশ না পেয়ে খালি হাতে অনেক জেলে ঘাটে ফিরছেন। এতে অনেকটা ইলিশ শূন্য হয়ে পড়েছে মেঘনা তীরবর্তী বিভিন্ন মাছঘাটসহ হাট-বাজারগুলো।
গত বছর এই দিনে ঘাটগুলোতে রাত-দিন হাক-ডাক দিয়ে ইলিশ বেচাকেনায় প্রাণচাঞ্চল্য ছিল ক্রেতা-বিক্রেতার মাঝে। বর্তমানে সেখানে এখন ইলিশ শূন্যতায় বলতে গেলে শুনসান নীরবতা বিরাজ করছে।
মেঘনায় ইলিশ না থাকায় অনেক জেলে এ পেশা পরিবর্তন করে অন্য কাজে ঝুঁকছেন।