নিজস্ব প্রতিবেদক
ভোলার মেঘনায় কোস্টগার্ড ও জলদস্যুদের মধ্যে গোলাগুলি হয়েছে। এ সময় কোস্টগার্ড সদস্যরা জাহাঙ্গির বাহিনীর প্রধান জাহাঙ্গিরসহ ৩ দস্যু আটক করেছে। সোমবার (৭ জুন) বিকালে মেঘনার মদনপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
এ সময় উদ্ধার করা হয়েছে ৩ টি দেশীয় পিস্তল, ২ টি রাম দা এবং ২ করাত উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন, বাহিনী প্রধান জাহাঙ্গির (৪৫) আবদুর রহিম (৪৭), নুর আলম (৪০)। তাদের বাড়ি ভোলা সদরের বিভিন্ন ইউনিয়নে।
কোস্টগার্ড দক্ষিণ জোনের ল্যাপ্টেনেন্ট এসএম তাহসিন রহমান গনমাধ্যমকে বলেন, দস্যুরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। খবর পেয়ে কোস্টগার্ড অভিযানে নামলে দস্যুরা কোস্টগার্ডকে লক্ষ্য করে গুলি চালালে কোস্টগার্ডও পাল্টা গুলি চালায়। কোস্টগার্ড ১২-১৫ রাউন্ড গুলি বিনিময়ের পর অস্ত্রসহ ৩ দস্যুকে আটক করতে সক্ষম হয়েছে।