যমজ আমে ফুসফুসের যত্ন নেয়ার বার্তা!

0
10

নিজস্ব প্রতিবেদক
প্রাণিকুলে যমজ সন্তানের জন্ম নতুন কিছু নয়। এমনকি বিভিন্ন ফল যেমন কলা, বেগুন, টমেটোতে যমজ দেখা যায়। তবে করোনাকালে ফরিদপুরে ফুসফুস আকারের যমজ আম নিয়ে চলছে আলোচনা। স্থানীয়রা বলছেন এর মধ্য দিয়ে করোনায় ফুসফুসের যত্ন নেওয়ার বার্তাই যেন দিচ্ছে প্রকৃতি।

অদ্ভুত এ যমজ আমের দেখা মিলেছে ফরিদপুরের বোয়ালমারীতে। উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের তামারহাজি গ্রামের জাবের মিনা’র বাড়ির একটি আম গাছে এ যমজ আম এসেছে। বৃহস্পতিবার (২৭ মে) সকালে প্রচণ্ড বাতাসে আমটি পড়ে যায়। আমটি পেকে যাওয়ায় বাতাসে গাছ থেকে পড়ে যায় বলে জানিয়েছেন গাছের মালিক জাবের মিনা জানান। প্রথমে আমটির সন্ধান পান ওই গ্রামের কলেজ পড়ুয়া যুবক। তিনি আমের ছবি তুলে ফেসবুকে পোস্টও করেন। এরপর থেকে যমজ আমটি আলোচনায় আসে। এ দিকে যমজ আমের খবরে জাবের মিনার বাড়িতে আমটি দেখতে ভিড় করছেন উৎসুক জনতা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here