রংহীন মোস্তাফিজ, রুতুরাজের সেঞ্চুরিতে চেন্নাইয়ের ১৮৯

0
2

ক্রীড়া প্রতিবেদক
বল হাতে দিনটা ভালো কাটলো না কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের। প্রথম দুই ওভারে রান নিয়ন্ত্রণে রাখলেও, শেষ দুই ওভারে খরুচে ছিলেন তিনি। মোস্তাফিজের বিবর্ণ থাকার দিন আইপিএল ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করেছেন চেন্নাই সুপার কিংসের ওপেনার রুতুরাজ গাইকদ।

রুতুরাজের সেঞ্চুরির সঙ্গে রবীন্দ্র জাদেজার শেষের ঝড়ে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮৯ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছে চেন্নাই। টেবিল টপারদের হারিয়ে প্লে-অফের টিকিট পাওয়ার মিশনে বড় লাফ দিতে ১৯০ রান করতে হবে সানজু স্যামসনের রাজস্থানকে।

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম বলে বাউন্ডারি হাঁকান রুতুরাজ, প্রথম ওভারেই দুই বাউন্ডারির সুবাদে আসে ১০ রান। প্রথম পাওয়ার প্লে’তে কোনো উইকেট হারায়নি চেন্নাই। এই ৬ ওভারে আসে ৪৪ রান।

অন্যদিকে মোস্তাফিজের করা ইনিংসের শেষ বলে ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরি তুলে নেন রুতুরাজ। প্রথম পঞ্চাশ করে ৪৩ বল খেলা রুতুরাজ পরের পঞ্চাশ করেন মাত্র ১৭ বলে। সবমিলিয়ে ৬০ বলে ৯ চার ও ৫ ছয়ের মারে ১০১ রান করে অপরাজিত থাকেন ডানহাতি এই ওপেনার।

রাজস্থানের পক্ষে বল হাতে ৩ উইকেট নিয়েছেন তেওয়াতিয়া। তবে ৪ ওভারে তার খরচ ৩৯ রান। নিজের প্রথম ২ ওভারে ১৫ রান দেয়া মোস্তাফিজ শেষপর্যন্ত ৪ ওভারে খরচ করেছেন ৫১ রান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here