রওশন এরশাদ হাসপাতালে

0
3

নিজস্ব প্রতিবেদক
হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ায় জাতীয় সংসদের বিরোধী দলের নেতা রওশন এরশাদকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাত নয়টার দিকে তাঁকে ভর্তি করা হয়েছে।

পরিবার জানায়, তিনি রোজা রাখছিলেন। প্রচণ্ড গরমে গতকাল বৃহস্পতিবার রওশন এরশাদের শরীরে পানিশূন্যতা দেখা দেয় ও পেটে গ্যাস হয়। এ অবস্থায় তাঁকে হাসপাতালে নেয়া হয়। সেখানে তাঁর করোনাভাইরাস পরীক্ষা করা হলে ফলাফল নেগেটিভ আসে। রওশন এরশাদের ছেলে ও রংপুর-৩ আসনের সাংসদ রাহগির আল মাহি (সাদ এরশাদ) বলেন, ‘আম্মা এখন ভালো আছেন।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here