নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মিরপুরে নিজের শরীরে আগুন ধরিয়ে দিয়েছেন একটি বেসরকারি চ্যানেলের এক সাবেক সংবাদ উপস্থাপিকা।
রোরবার রাত ৮টার দিকে পূর্ব কাজীপাড়ায় ৪৮১ নম্বর বাসার সামনে এ ঘটনা ঘটে।
অগ্নিদগ্ধ ওই নারীর নাম মাহমুদা সিহাবুম মুবিন মৌ (৩০)। তিনি এক সময় একটি বেসরকারি চ্যানেলে সংবাদ উপস্থাপিকা ছিলেন।
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) একটি সূত্র জানিয়েছে, স্বামী একাধিক বিয়ে করায় ক্ষোভে ওই নারী নিজের আগুন দিয়েছেন। তার শরীর পুড়ে গেছে। তাকে রাতেই শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
অগ্নিদগ্ধ মৌয়ের স্বামীর নাম ইরফান হাইউম। তিনিও একটি বেসরকারি টেলিভিশনে চাকরি করেন। মিরপুর থানার ওসি মোস্তাজিজুর রহমান গণমাধ্যমকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
রাত দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে বলেন, মাহমুদার শরীরের ৪৬ শতাংশ পুড়ে গেছে।
“তার অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা। তাকে হাই ডিপেন্ডেন্সি ইউনিটে রাখা হয়েছে।”
এদিকে খবর পেয়ে মাহমুদার স্বজনরা হাসপাতালে ছুটে আসেন। তার মা সালমা বেগম বলেন, “গত বিশ দিন ধরে মেয়ের কোনো খোঁজ পাইনি। রাতে তার দগ্ধ হওয়ার সংবাদ পাই।”
মেয়েটির স্বজনরা আসার পর হাসপাতালের জরুরি বিভাগে হৈচৈ শুরু হয়। খবর পেয়ে শাহবাগ থানার এসআই গোলাম হোসেন সেখানে উপস্থিত হন। এসআই গোলাম হোসেন বলেন, “এক রোগীকে ভর্তি নিয়ে হৈচৈ হচ্ছিল শুনে সেখানে গিয়েছি। কিন্তু ওই রোগী সম্পর্কে কিছু জানতে পারিনি।”