রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু

0
3

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। সোমবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ভবনে পরীক্ষা শুরু হয়।

‘সি’ ইউনিটের পরীক্ষার মধ্যদিয়ে তিনদিনব্যাপী পরীক্ষা শুরু হলো। আগামী ৫ ও ৬ অক্টোবর যথাক্রমে ‘এ’ ও ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, আজ তিন শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে সকাল সাড়ে নয়টা থেকে সাড়ে দশটা পর্যন্ত শিফট-১, দুপুর ১২ টা থেকে ১ টা পর্যন্ত শিফট-২ এবং বিকাল ৩টা থেকে ৪ টা পর্যন্ত শিফট-৩ এর পরীক্ষা অনুষ্ঠিত হবে। তিনটি শিফটে সর্বমোট ৪৪ হাজার ১৯৪ জন পরীক্ষার্থী অংশ নেওয়ার কথা আছে। এর ১৬১৬ জন ছাড়া সবাই বিজ্ঞানের শিক্ষার্থী।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এবার এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষায় মোট ৮০টি প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের মান ১.২৫ করে। আর পাঁচটি ভুল উত্তরের জন্য এক নম্বর করে কাটা যাবে। এক ঘণ্টার এই পরীক্ষার পাশ নম্বর ৪০।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here