রাত ৮টায় মুক্তি পেল ছবি ‘নীল মুকুট’

0
11

বিনোদন প্রতিবেদক
মুক্তি পেল আলোচিত চলচ্চিত্র ‌‌‘নীল মুকুট’। উৎসবে বা প্রেক্ষাগৃহে নয়, সরাসরি অন্তর্জালে। নির্মাতা কামার আহমাদ সাইমনের জন্মদিন (৮ আগস্ট) উপলক্ষে রাত ৮টা থেকে দেশের সব দর্শক ছবিটি উপভোগ করতে পারছেন নির্দিষ্ট ওটিটি প্ল্যাটফর্মে যুক্ত হয়ে।

কিছু দিন ধরেই ছিল চলচ্চিত্রপ্রেমীদের মধ্য ‘নীল মুকুট’ নিয়ে কৌতূহল। ছবির বিষয়বস্তু ও পটভূমি নিয়ে তৈরি হয় রহস্য। নির্মাতা সেই রহস্যের ওপর থেকে ভেদ করে বলেছিলেন, “নীল যদি ব্যথার রঙ হয়, আর মুকুট যদি হয় ক্ষমতার পরিচয় – ‘নীল মুকুট’ সেই অর্থে একটা অন্য রকম ছবি। প্রথম কথা এটা কোনও গল্প নয়, এখানে কোনও গল্প নেই। প্লেনে একবার এক দূরদেশ যাত্রায় একটা কান্না শুনে মন খুব খারাপ হয়েছিল, কান্নাটা খুব ভাবিয়েছিল। সেই ভাবনার মুহূর্তটাকে ফ্রেমে আনার চেষ্টাই নীল মুকুট।’’

‘নীল মুকুট’ ছবির শুটিং হয়েছে হাইতিতে। কথা ছিল গত বছর ছবিটি মুক্তি দেয়ার। সে সময় কামার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কোনও আন্তর্জাতিক উৎসব নয়, এই চলচ্চিত্রটি সবার আগে দেখবে বাংলাদেশের দর্শকরা। কিন্তু করোনা পরিস্থিতিতে দেশের প্রেক্ষাগৃহগুলো বন্ধ হয়ে যাওয়ায় থেমে যায় মুক্তি। অবশেষে সেটি সত্যি হচ্ছে দেশীয় একটি ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here