ময়মনসিংহ সংবাদদাতা
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গলাকাটা অবস্থায় ছটফট করছিলেন রিয়াদ মিয়া (৪৫) নামে এক ব্যক্তি। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ।
বুধবার (৬ অক্টোবর) রাত ২ টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা-শ্রীপুর সীমান্ত থেকে ওই ব্যক্তিকে গলাকাটা অবস্থায় উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে ভালুকা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল করিম গণমাধ্যমকে বলেন, ‘রাতে ডিউটি করার সময় রাস্তার পাশে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে সহকর্মীদের নিয়ে ছুটে যাই।
তিনি বলেন, ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই ওই ব্যক্তি গলাকাটা অবস্থায় ছটফট করছে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাই। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই ব্যক্তি বেঁচে আছেন।’