রূপালী ইলিশ শিকারে নেমেছেন জেলেরা

0
2

নিজস্ব প্রতিবেদক
দুই মাস নিষেধাজ্ঞা শেষে শুক্রবার (৩০ এপ্রিল) মধ্যরাতে মেঘনায় নৌকা ভাসাবে ভোলা, লক্ষ্মীপুর, চরফ্যাশন ও মনপুরাসহ দক্ষিণাঞ্চলের কয়েক লাখ জেলে। এ লক্ষ্যে গত কয়েকদিন ধরে টানা জাল ও নৌকা মেরামতের কাজ শেষ করেছে জেলেরা। রাত ১২ টার পর তারা জাল নিয়ে নৌকা ও ট্রলার ভাসায় মেঘনাসহ বঙ্গপো সাগরে।

সূত্র জানায়, উৎপাদন ও জাটকা সংরক্ষণে বছরের প্রায় তিনমাস মেঘনায় ইলিশ শিকারে নিষেধাজ্ঞা থাকে। কিন্তু নিষেধাজ্ঞার পর গত দুই মৌসুমে মেঘনা নদী এলাকায় আশানুরুপ ইলিশ পাওয়া যায়নি। কারন জেলেদের দাবি মেঘনায় ইলিশ খুব কম আসে। তবে মৎস্য কর্মকর্তাদের দাবি, প্রায় ৯০ শতাংশ জেলে মাছ শিকারে বঙ্গপোসাগর ও সাগরের কাছাকাছি অবস্থান করে। এজন্য ইলিশ নদীতে আসার সুযোগ কম পায়। এছাড়া মেঘনা নদীর বিভিন্ন স্থানে গভীরতা কম। ইলিশ গভীর জলের মাছ হওয় কম গভীর এলাকায় পাওয়া যায় না। তাই বঙ্গপো সাগরের দিকেই ছুটছেন জেলেরা। একই সাথে আজ থেকে বাজারেও পাওয়া শুরু হবে, চরফ্যাশন, ভোলা, চাঁদপুর, লক্ষ্মীপুরসহ মেঘনা , তেতুলিয়া তথা বঙ্গপো সাগরের রূপালী ইলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here