ক্রীড়া প্রতিবেদক
পাপুয়া নিউ গিনিকে ধসিয়ে দিলেন সাকিব আল হাসান। তার দাপুটে পারফরম্যান্সে রেকর্ড গড়া জয় পেল বাংলাদেশ। এতে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে খেলাও নিশ্চিত হলো মাহমুদউল্লাহ রিয়াদদের।
বাছাই পর্বের ‘বি’ গ্রুপের ম্যাচে বৃহস্পতিবার পাপুয়া নিউ নিগিকে ৮৪ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। রানের হিসেবে এটিই টি-টোয়েন্টিতে টাইগারদের সবচেয়ে বড় জয়।
টস জিতে ব্যাট করতে নামা বাংলাদেশ ৭ উইকেটে ১৮১ রানের পুঁজি গড়েছিল। টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে যা বাংলাদেশের সর্বোচ্চ স্কোর। জবাব দিতে নেমে ৩ বল বাকি থাকতেই ৯৭ রানে গুটিয়ে গেছে পাপুয়া নিউ গিনি।
সাকিব ৩৭ বলে ৪৬ রানের ইনিংসের পর মাত্র ৯ রান খরচায় ৪ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচসেরা। ওমানের বিপক্ষে আগের ম্যাচেও ম্যাচসেরা ছিলেন তিনি।
বাংলাদেশের এই বড় জয়ের ফলে ওমান ও স্কটল্যান্ডের মধ্যকার দিনের দ্বিতীয় ম্যাচে যে ফলই হোক, বাংলাদেশের মূল পর্ব নিশ্চিত। এখন অপেক্ষা গ্রুপ সেরা বা রানার্সআপ কে হয় সেটি দেখার।