নিজস্ব প্রতিবেদক
প্রথম আলোর সিনিয়র রিপোর্টার রোজিনা ইসলামের দুই হাতে নখের আঁচড় আছে বলে জানিয়েছেন তার ভাই মো. সেলিম। সোমবার রাতে রোজিনার সঙ্গে দেখা করে এসে একথা জানান তিনি। এ সময় তিনি আরও জানান, তার গলায়ও নখের আঁচড় আছে। আর রোজিনা জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব তার হাত দিয়ে রোজিনার বুকে চেপে ধরে। পরে হাঁটু দিয়েও বুকে চেপে ধরেন।
তিনি বলেন, আমরা অনেক উৎকণ্ঠার মধ্যে আছি। রোজিনা মানসিকভাবে অনেক ভেঙে পড়েছেন। সচিবালয়ের মধ্যে একজন অতিরিক্ত সচিব তার বুকের ওপরে হাঁটু দিয়ে চেপে ধরেছে, হাত দিয়ে গলা চেপে ধরেছে। সে এও জানিয়েছেন, আমি এমন কোনও অন্যায় করিনি, আমার সঙ্গে অন্যায়-অবিচার করা হয়েছে। রোজিনা তার ভাইকে আরও জানান, মহিলা অতিরিক্ত সচিব তার বুকে চেপে ধরেছে এবং কনস্টেবল বলেছে- মাটির নিচে দাবিয়ে দিতে। তার স্বাস্থ্য খাতের করা প্রতিবেদনের কারণেই এই কাজগুলো করা হয়েছে বলে রোজিনা ইসলাম অভিযোগ করেন। তিনি আরও জানান, সেখানে চার পাঁচজন ছিল। এর মধ্যে কনস্টেবল মিজানকে চিনতে পারেন রোজিনা ইসলাম। আর অতিরিক্ত সচিবকে চিনতে পেরেছেন। আর কাউকে চিনতে পারেননি।