রোববার সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত

0
0

ন্যাশনাল ডেস্ক
যশোর, চট্টগ্রাম, সাভার, রংপুরের মিঠাপুকুর, বরিশালের মুলাদী, মানিকগঞ্জের সাটুরিয়া, চট্টগ্রাম, টাঙ্গাইরলর কালিহাতি ও পাবনার ঈশ্বরদিতে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৪ নিহত হয়েছেন। এদের মধ্যে চট্টগ্রামেরই রয়েছেন ৭ জন।

যশোর সংবাদদাতা: যশোরে ট্রাক-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে চার জন নিহত ও এক জন আহত হয়েছেন। গতকাল যশোর-বেনাপোল মহাসড়কের মালঞ্চী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, চট্টগ্রামের ছাত্রদল নেতা রাফসান চৌধুরী সাদমান (২৬), বায়োজিদ থানার নয়ন (২৭), জনি সওদাগর (২৭) ও নাইম (২৬)। তারা চার জন যশোর থেকে প্রাইভেটকার করে গরু কেনার জন্য শার্শার সাতমাইল পশুহাটের দিকে যাচ্ছিলেন।

চট্টগ্রাম সংবাদদাতা: গতকাল পৃথক দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছেন। নগরীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় হাটহাজারী উপজেলার চিকনদন্ডি খন্দকিয়া গ্রামের মো. আবদুস সালাম (৫১) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মুরাদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আইআইউর সামনে ক্যাভার্ড ভ্যানের পেছনে মোটরসাইকেল ধাক্কা দিলে মিরসরাইয়ের ইসাঈদ হোসেন রনির মৃত্যু হয়। এছাড়া পাক্কা মসজিদ এলাকায় উত্তর মহসজিদ্দার নির্মল দাস (৫০) কে ভিটুমিনের গাড়ি ধাক্কা দিলে তার মৃত্যু হয়।

মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা : বালুবোঝাই ট্রাক্টরের ধাক্কায় ওবাইদুল ইসলাম (৩৫) ও হাসিনা পারভিন (৩০) নামে দুই জন নিহত হয়েছেন। হাসিনা পারভিন সাত মাসের অন্তঃসত্ত্বা।

লাদীতে ভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে আব্দুল মন্নান আকন (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। পৌরসভার চরডিক্রী মোল্লা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সাভার সংবাদদাতা: কাভার্ড ভ্যানের ধাক্কায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গিয়ে হেলপার নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত আরো ১০ যাত্রী। গতকাল ঢাকা-আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

সাটুরিয়া (মানিকঞ্জ) সংবাদদাতা : মানিকগঞ্জ সদর উপজেলার মনপুড়া ব্রিজ নামক স্থানে গতকাল বাইসাইকেল উলটে রিয়া আক্তার (১৪) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে।

কালিহাতী (টাঙ্গাইল) সংবাদদাতা : ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতীতে দুইটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক হেলপার নিহত হয়েছেন। নিহতের পরিচয় জানা যায়নি।

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা : প্রাইভেটকারের ধাক্কায় ঈশ্বরদীর মুলাডুলিতে ইঞ্জিনচালিত ভ্যানের যাত্রী খোকন বিশ্বাস (৪০) নিহত হয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here