লালমোহন (ভোলা) সংবাদদাতা
লালমোহনে ভ্রম্যমান আদালতের অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরা।
রবিবার (৫ সেপ্টেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রম্যমান আদালতের অভিযান পরিচালনা করে ৭টি মামলায় ৭ ব্যবসায়ীকে মোট ৯ হাজার টাকা জরিমানা করেন তিনি।
এসময় পথচারীদের মধ্যে মাস্ক বিতরণের পাশাপাশি সকলকে বাইরে বের হলে মাস্ক ব্যবহার করার জন্য পরামর্শ প্রদান করে বলেন “মাস্ক ব্যবহারে কোন অজুহাত নয়- মাস্ক আমাদের পোশাকের অংশ”।
এর আগে তিনি উপজেলার ২টি বিদ্যালয় পরিদর্শন করেন এবং আগামী ১২ সেপ্টেম্বর বিদ্যালয় খোলা ও শিক্ষার্থীদের ১০০% মাস্ক নিশ্চিত করার ব্যাপারে শিক্ষকদের সাথে আলোচনা করেন।
এদিকে রবিবার (৫ সেপ্টেম্বর) পর্যন্ত লালমোহন উপজেলায় ৮০ জনের করোনা পজিটিভ হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং আজকে ৫ জনের করোনা পজিটিভ হয়েছে বলে তিনি জানান।