লালমোহনে স্রোত নির্ভর সেচযন্ত্র উদ্ভাবন, চলে বিদ্যুৎ ও তেল ছাড়াই

0
47

নাঈমুল ইসলাম জেনিন, লালমোহন
লালমোহনে জোয়ার ভাটার পানির স্রোতকে কাজে লাগিয়ে বিদ্যুৎ ও তেল ছাড়াই একটি সেচযন্ত্র উদ্ভাবন করেছেন অলিউল্যাহ নামের একজন কৃষক।

লালমোহন ইউনিয়নের ৭নং ওয়ার্ডে পেশকার হাওলা গ্রামের ওই কৃষক স্থানীয় একটি খালে সেচযন্ত্রটি বসিয়ে পরীক্ষামূলকভাবে পানি উত্তোলণ শুরু করেছেন। ইতোমধ্যে কৃষক অলিউল্যাহর এ অভিনব উদ্ভাবন স্থানীয় কৃষকদের মাঝে সাড়া ফেলেছে। এটি দেখতে প্রতিদিনই ভিড় করছে উৎসুক জনতা।

অলিউল্যাহ লোহার এঙ্গেল, প্লেন সিট ও প্লাস্টিক পাইপের সাহায্যে তৈরি করেছেন এ সেচযন্ত্রটি। এতে ৮টি পাখা লাগানো রয়েছে, পাখাগুলো পানির স্রোতের সাহায্যে অনবরত ঘোরে। প্রতিটি পাখার উপরে ইফপিবিসি ক্লাস ডি পাইপ লাগানো হয়েছে এবং ওই সব পাইপের ভিতরে কয়েল পাইপ লাগিয়ে তা একটি কন্টেইনারে সন্নেবেশিত করা হয়েছে। এতে করে জোয়ারের প্রভাবে যখন পাখাগুলো ঘুরতে থাকে, তখন ইফপিবিসি ক্লাস ডি পাইপগুলো পানি ভর্তি হয়ে কয়েল পাইপের মাধ্যমে কন্টেননারে যায়। আর কন্টেইনার থেকে আরেকটি পাইপের সাহায্যে জমিতে অনবরত পানি পড়তে থাকে।

যন্ত্রটিকে প্রাথমিক পর্যায়ে জোয়ারের স্রোত নির্ভর করে তৈরি করা হয়েছে। এপট তৈরী করতে কৃষকের প্রায় ২০ হাজার টাকা খরচ হয়েছে। ইন্টারনেট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here