লালমোহন সংবাদদাতা
লালমোহনে হঠাৎ করে বেড়েছে কুকুরের হামলা। প্রায় প্রতিদিনই কুকুরের কামড়ে আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসছেন রোগীরা।
জানা যায়, গত এক সপ্তাহে কুকুরের কামড়ে আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসেছেন অন্তত ১৫ জন। এদের মধ্যে বেশিরভাগই শিশু। যাদের বয়স দুই বছর থেকে ৭ বছরের মধ্যে।
সরে জমিন ঘুরে জানা যায়, লালমোহন স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্যের বাইরে কুকুরের কামড়ে আক্রান্তের সংখ্যা আরও বেশি। অনেকেই আহত হয়ে হাসপাতালে যননা, স্থানীয় পর্যায়ে চিকিৎসা নেন। অনেকে সরাসরি ঢাকার মহাখালিতে সংক্রামক ব্যাধি হাসপাতালে গিয়ে ইনজেকশন নিচ্ছেন।