আন্তর্জাতিক ডেস্ক
১৭০ জন অভিবাসী নিয়ে লিবিয়া উপকূলে একটি নৌকা ডুবে গেছে। নৌকাডুবির পর কাউকে জীবিত উদ্ধার করা না গেলেও ১০ জনের লাশ সাগরে ভাসতে দেখা গেছে। এ ঘটনায় সকলে মারা গেছে বলে আশঙ্কা করা হচ্ছে।
গত শুক্রবার ফ্রান্সের মানবিক সহায়তা বিষয় সংস্থা এসওএসের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, লিবিয়া উপকূলের অদূরে ১৭০ জন আরোহী নিয়ে একটি অভিবাসীবাহী নৌকা ডুবে যায়। তবে এসব অভিবাসী কোন দেশের নাগরিক সে বিষয়ে কিছু জানা যায়নি এখনো। তাদের উদ্ধার কাজ শুরু করে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। জানা গেছে, তারা অবৈধভাবে ইতালিতে যাওয়ার চেষ্টা করছিল।