লেখক সম্মাননা দেবে ঢাকা সাব-এডিটরস কাউন্সিল

0
4

নিজস্ব প্রতিকবদক
সংগঠনের সদস্য লেখকদের সম্মাননা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি)। সম্মাননার জন্য বইসহ তথ্য আহ্বান করা হচ্ছে। আজ ৫ জুন থেকে ৩০ জুন পর্যন্ত বই জমা দেয়া যাবে। সংগঠন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বই জমা দেয়ার শর্তাবলী:
১. শুধু ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সদস্যরা আবেদন করতে পারবেন।
২. একজন লেখকের অন্তত প্রকাশিত দুটি বই থাকতে হবে।
৩. গল্প-উপন্যাস, কবিতা, ইতিহাস-গবেষণা, শিশুসাহিত্য, ভ্রমণ-বিজ্ঞান, অনুবাদ এই ছয় ক্যাটাগরিতে সম্মাননা দেয়া হবে।
৪. একজন লেখক একটি ক্যাটাগরিতে বই জমা দিতে পারবেন।
৫. ‘দুটি ভিন্ন বই’জমা দিতে হবে। বই জমা দেয়ার সময় সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত জমা দিতে হবে, যেখানে বই দুটির নাম, প্রকাশনা প্রতিষ্ঠানের নাম, প্রকাশ সালসহ সারসংক্ষেপের আলাদা দুটি অনুচ্ছেদ থাকতে হবে। একটি বইয়ের সারসংক্ষেপ অনধিক ৩০০ শব্দের মধ্যে হতে হবে।
৬. প্রতি ক্যাটাগরিতে জুরিবোর্ডের মাধ্যমে নির্বাচিত দুইজনকে সম্মাননা দেয়া হবে।
৭. নির্বাচিতদের নগদ অর্থ, ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হবে।
৮. বইয়ের কপিরাইট বা অন্যান্য আইনি ইস্যুতে জটিলতা হলে তা লেখকের ওপর বর্তাবে। সংগঠন কোনো দায় নেবে না।

বই জমা দেয়ার নিয়ম:
৫ জুন ২০২২ থেকে ৩০ জুন ২০২২ পর্যন্ত সম্মাননার জন্য বই জমা দেয়া যাবে। ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের অফিস (৫৫/১ ইসলাম এস্টেট, পুরানা পল্টন, তৃতীয় তলায় বই জমা দেয়া যাবে)। সরাসরি কিংবা কুরিয়ারে বই পাঠানো যাবে।
এ ছাড়া সম্মাননা প্রদান উপ-কমিটির আহ্বায়ক কবীর আলমগীরের সঙ্গে যোগাযোগ করে বই জমা দেয়া যাবে। নিয়ম না মেনে বই জমা দেয়া হলে তা বাতিল বলে গণ্য হবে।
নির্বাচিতদের অনুষ্ঠানের মাধ্যমে সম্মাননা দেয়া হবে। অনুষ্ঠানের দিনক্ষণ পরবর্তী সময়ে জানিয়ে দেয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here