‘শস্যচিত্রে বঙ্গবন্ধু’র ধান কাটা হবে সোমবার

0
120

বগুড়া সংবাদদাতা
‘শস্যচিত্রে বঙ্গবন্ধু’ এই শস্যচিত্রটি গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস এ তালিকাভুক্ত হওয়ার পর এবার সেই শস্য কাটতে যাচ্ছে আয়োজক কমিটি। বিশ্ব রেকর্ডে স্থান করে ইতিহাস গড়া বঙ্গবন্ধুর চিত্রটি এখন পর্যন্ত সবচেয়ে বড় শস্যচিত্র। বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের বালেন্দা গ্রামে ধানের ক্ষেতে তৈরি করা ‘শস্যচিত্রে বঙ্গবন্ধু’ ক্ষেতের একশ’ বিঘা জমির ধান কাটা হবে আগামী ২৬ এপ্রিল সোমবার।

গাঢ় বেগুনী ধান গাছে, বেগুনী ও সবুজ ধান গাছে সোনালী রঙের ধানের শীষে ভরে উঠেছে। পুরো ধানের মাঠ বাতাসে দুলছে উপর থেকে দেখলে মনে হবে বঙ্গবন্ধুর চিত্রটিও দুলছে। কারন পুরো মাঠে ধানের শীষ দুলছে। বিশ্বরেকর্ড গড়ার পর এবার ধান কাটার সময় হয়ে গেছে। ভালমানের ধান দেখা যাচ্ছে জমিতে। রোদ পড়ে চকচক করছে ধানের শীষগুলো। এর আগে চলতি বছরের ২৯ জানুয়ারি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উচ্চ ফলনশীল দুই ধরনের ধানের চারা রোপণের মাধ্যমে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। শস্যচিত্রে বঙ্গবন্ধুর আয়তন ১২ লাখ ৯২ হাজার বর্গফুট। শস্যচিত্রের দৈর্ঘ্য ৪শ’ মিটার এবং প্রস্থ ৩শ’ মিটার। এই কাজের জন্য ইতিমধ্যে ন্যাশনাল এগ্রিকেয়ার এর ব্যবস্থাপনা পরিচালক কে এস এম মোস্তাফিজুর রহমানকে সম্মাননা প্রদান করা হয়েছে।

ন্যাশনাল এগ্রিকেয়ার এর ব্যবস্থাপনা পরিচালক েেমাস্তাফিজুর রহমান জানান, আগামী ২৬ এপ্রিল আনুষ্ঠানিকভাবে ধানকাটা হবে। যদিও বেশ কয়েকদিন আগেই ধান কাটার উপযোগী হয়েছে। কাটার পর ধানগুলো ন্যাশনাল এগ্রিকেয়ারের কাহালুর প্রসেসিং সেন্টারে নেয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here