আন্তর্জাতিক ডেস্ক
সেঞ্চুরিপ। এটি ইতালির এন্না প্রদেশের সিসিলি এলাকার একটি ছোট্ট শহর। এটনা পাহাড়ে ঘেরা এই ছোট শহরটি অত্যাশ্চর্য দৃশ্যের জন্য “সিসিলির ব্যালকনি” নামে পরিচিত। তবে খুব কম মানুষই জানে, এটি দেখতে অবিকল একজন মানুষের মতো।
সম্প্রতি ৩২ বছর বয়সী ফটোগ্রাফার পিও আন্দ্রেয়া পেরির ড্রোন ক্যামেরায় ধরা পড়ে শহরটির এই দৃশ্য।
পিও আন্দ্রেয়া পেরি প্রথমে বিষয়টি আবিষ্কার করেন গুগল আর্থে। সেখানে তিনি দেখতে পান শহরটি যেন একটু অন্যরকম আকৃতির। তার কাছে শহরটির আকৃতি অস্বাভাবিক লাগছিল। তাই তিনি তার ড্রোনটি নিয়ে এটি পরীক্ষার করার সিদ্ধান্ত নেন।
এরপর তিনি ড্রোনের মনিটরে শহরের দৃশ্য দেখে অবাক। তখন তিনি ড্রোন ক্যামেরায় কয়েকটি ছবি তুলে সেগুলো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। সঙ্গে সঙ্গে ছবিগুলো নেট মাধ্যমে ভাইরাল হয়ে যায়।