শাবনূরের ইউটিউব ‘চ্যানেল’ গায়েব

0
13

বিনোদন প্রতিবেদক
শাবনূরের ইউটিউব চ্যানেলটি বেহাত হয়েছে। সকালে ঘুম থেকে উঠেই বিষয়টি টের পান তিনি। গণমাধ্যমকে সিডনি থেকে খবরটি নিশ্চিত করেন শাবনূর। গত ১৫ সেপ্টেম্বর চ্যানেলটি চালু করেন তিনি। ১৫ দিনের মধ্যে চ্যানেলটির গ্রাহক হয় অর্ধলক্ষের কাছাকাছি।

এ ক’দিনে নিজের চ্যানেলটিতে সাতটি ভিডিও আপলোড করেছেন শাবনূর। প্রিয় অভিনেত্রীকে এভাবে পেয়ে খুশি হয়েছিলেন তাঁর ভক্ত ও দর্শক। কিন্তু হঠাৎ চ্যানেলটি বেহাত হওয়ায় খুবই কষ্ট পেয়েছেন শাবনূর।

শাবনূর জানান, শনিবার সকালে ঘুম থেকে উঠে তিনি দেখতে পান, ইউটিউবের জন্য যে মেইলটি ব্যবহার করতেন, সেটিতে কোনোভাবেই লগইন করতে পারছেন না। পরে দেখলেন, ইউটিউবেও ঢুকতে পারছেন না। চ্যানেলটি এখন দেখাও যাচ্ছেনা।

তিনি বলেন, ‘এটা কেমন মানসিকতা রে বাপু। এটা তো ভার্চ্যুয়াল সন্ত্রাস।’

দীর্ঘদিন ধরে ছেলে, মা, ভাই, বোনকে নিয়ে অস্ট্রেলিয়ার সিডনিতে বাস করছেন নব্বই দশকের জনপ্রিয় নায়িকা শাবনূর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here