নিজস্ব প্রতিবেদক
ভোলার বিশিষ্ট ধর্মীয় চিন্তাবিদ তাবলিগ অন্তপ্রাণ আলহাজ মো. জালাল আহাম্মদ এর প্রথম মৃত্যুবার্ষিকী আজ। তিনি ২০১৪ সালের ৯ মে দিবাগত রাত ১২টায় ভোলার বাপ্তা এলাকায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন। তার মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে।
ব্যক্তিগত জীবনে তিনি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে কর্মরত ছিলেন। মৃত্যুর আগে তিনি অবসর জীবনযাপন করছিলেন। তিনি স্ত্রী, তিন ছেলে, চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য, ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সাবেক কর্মকর্তা ও ভোলা জার্নালিষ্ট ফোরাম, ঢাকার উপদেষ্টা সাংবাদিক শাহ মতিন টিপু তার জ্যেষ্ঠ পুত্র।
তার সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মরহুমের নিজবাড়িতে মিলাদ ও দোয়া মাহফিল আনুষ্ঠিত হয়েছে।