শিল্পী নিলীমা নিগার সুলতানার মিউজিক ভিডিও পাখি প্রকাশিত

0
21

বিনোদন প্রতিবেদক
শিল্পী নিলীমা নিগার সুলতানার আরো একটি মিউজিক ভিডিও ‌ গত ২৭ মে প্রকাশিত হয়েছে। পাখি নামের এই মিউজিক ভিডিওটি প্রকাশ করেছে নিলীমার গান নামের প্রতিষ্ঠানটি। ভিডিওটির পরিচালক শিল্পী নিজেই। এটির কথা ও সুর করেছেন টনি হীরা। সম্পদনা করেছেন সজিবুজ্জামান দিপু। সুন্দর লোকেশনে চিত্রায়িত এবারের গানটি গত ৪ দিনেই ৩,১২২ জন দর্শকের নজরে এসছে। চমৎকার এই গানটি সকলের কাছেই ভালো লাগবে। গানটির লিংক চরফ্যাশন সংবাদের পাঠক ও স্রোতাদের জন্যে নিম্নে দেয়া হলো। এর আগে শিল্পী নিলীমা নিগার সুলতানার প্রথম মিউজিক ভিডিও শ্রাবন এল তুমি এলেনা প্রকাশিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here