শুক্র ও শনিবার খোলা থাকবে ব্যাংকের যেসব শাখা

0
1

নিজস্ব প্রতিবেদক
হজ কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত ব্যাংকের শাখা ও উপশাখা আজ শুক্র ও শনিবার খোলা রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (১৫ জুন) এক বিজ্ঞপ্তিতে ব্যাংকটির ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন (ডিওএস) এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকগুলোর সংশ্লিষ্ট শাখা ও উপশাখা সীমিত সংখ্যক লোকবলের মাধ্যমে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে শুক্র (১৬ জুন) ও শনিবার (১৭ জুন) খোলা রাখার নির্দেশনা দেয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, নির্দিষ্ট ব্যাংকিং সময় অনুয়ায়ী এ ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে। অর্থ্যাৎ সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ব্যাংকের কার্যক্রম চলবে।
এর আগে বৃহস্পতিবার (১৫ জুন) হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকগুলো শুক্র ও শনিবার খোলা রাখতে বাংলাদেশ ব্যাংককে চিঠি দেয় ধর্ম মন্ত্রণালয়।

এবারের পবিত্র হজ পালনের উদ্দেশে শেষ হজ ফ্লাইট সৌদি আরবে যাবে ২২ জুন। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ২ জুলাই। শেষ ফিরতি ফ্লাইট আসবে ২ আগস্ট। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ কিংবা ২৮ জুন পবিত্র হজ পালিত হবে। বাংলাদেশ থেকে এবার মোট ১ লাখ ২২ হাজার ২২১ জন হজ পালনে সৌদি আরবে যাচ্ছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here