ক্রীড়া প্রতিবেদক
লিগ শিরোপা নির্ধারিত হয়ে গেছে আগেই। মিরপুরে শেখ জামাল ধানমন্ডি ক্লাব আর গাজী গ্রুপের মধ্যকার সুপার লিগের শেষ ম্যাচটি তাই একেবারেই গুরুত্বহীন ছিল।
তবে যতই গুরুত্বহীন হোক, শেষটা ভালো কে না চায়! সেই শেষ ভালো নিয়ে ঘরে ফিরল গাজী গ্রুপ ক্রিকেটার্স। মিরপুরে শেখ জামালকে ৩৫ রানের বড় ব্যবধানে হারিয়ে লিগ শেষ করেছে মাহমুদউল্লাহ রিয়াদের দল।
শেখ জামালের সামনে লক্ষ্যটা ছিল বেশ বড়, ১৮৫ রানের। রান তাড়ায় নেমে কখনই ম্যাচে ছিল না দলটি। শেষ পর্যন্ত ২ ওভার বাকি থাকতে ১৪৯ রানে অলআউট হয়েছে তারা।