নিজস্ব প্রতিবেদক
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বলেছেন, ‘শেখ হাসিনার জন্যই আজ সমৃদ্ধ বাংলাদেশ। বর্তমান সরকারের আমলে অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশেরে অভূতপূর্ব অগ্রগতি হয়েছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলেই দেশে এত উন্নয়ন করা সম্ভব হয়েছে।
তিনি বলেন, সারা দেশের উন্নয়নের ধারাবাহিকতার পাশাপাশি উন্নয়ন থেকে বাদ পরেনি চরফ্যাশন ও মনপুরা। আওয়ামী লীগ সরকারের নজির বিহীন উন্নয়ন বিএনপিকেও মুগ্ধ করেছে। চরফ্যাশন ও মনপুরায় প্রায় ৪ হাজার কোটি টাকার রাস্তা, ব্রিজ কালভার্টসহ অবকাঠামোগত উন্নয়ন কাজ সম্পন্ন করেছি। দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনাও জনগণের কাছে ওয়াদাবদ্ধ।’
শনিবার চরফ্যাশনে ২ কোটি ৫৬ লক্ষ টাকা ব্যয়ে দক্ষিণ আইচায় চরমানিকার বেঁড়ীবাধ সড়ক পূনঃনির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন শেষে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভিপি নুরুল ইসলাম, পৌর মেয়র মো. মোরশেদ, কুকরি মুকরী ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আবুল হাসেম মহাজন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহম্মেদ শুভ্র, চরমানিকা ইউনিয়ন ইউপি চেয়ারম্যান শফিউল্লাহ হাওলাদারসহ অংঙ্গসংগঠনের নেতাকর্মীরা।