এম আবু সিদ্দিক, চরফ্যাশন
যুব ও ক্রীড়া মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বলেছেন, প্রধানমন্ত্রী পর্যায়ক্রমে গ্রামকে শহরে রূপান্তর করছেন। জননেত্রী শেখ হাসিনার ঘোষিত “আমার গ্রাম আমার শহর” এই কর্মসূচি প্রতিটি গ্রামে বাস্তবায়ন হচ্ছে। শহরের সকল সুযোগ সুবিধা ও উন্নয়নের প্রবহমান ধারা গ্রামে পৌঁছে দেয়া সরকারের লক্ষ্য ও উদ্দেশ্য।
তিনি বলেন, বিশ্বে নগরায়ণের বিবর্তন হয়েছে গ্রাম থেকে। দেশের সামগ্রীক অর্থনীতি সচল রাখতে প্রতিটি গ্রাম আধুনিক শহরের সকল সুবিধা দেয়ার লক্ষ্যে উদ্যোগ গ্রহন করেছেন সরকার।
সোমবার (২০ সেপ্টেম্বর) বিকালে চরফ্যাশন উপজেলা পরিষদ মিলনায়তনে প্রতিবন্ধী ও অনগ্রসর শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেন, বিশ্বে করোনা মহামারির কারনে অচল অবস্থার মধ্যেও সরকারের উন্নয়ন থেমে নেই। মানুষের জীবনমান উন্নয়নে শহরে সুযোগ সুবিধা গ্রামে পৌঁছে যাবে এটি ছিল ২০১৮ সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে। আওয়ামী লীগ সরকারের শাসনামলে অভূতপূর্ব উন্নয়নে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। সরকারের সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত থাকলে ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ হবে বিশ্বের অন্যতম বৃহত্তম অর্থনীতির দেশ।
এর পরে তিনি অসচ্ছল ও প্রতিবন্দীদের মাঝে ৪০টি হুইল চেয়ার বিতরণ করেন।
চরফ্যাশন উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ আল নোমান এর সভাপতিত্বে, উপজেলা চেয়ারম্যান জয়নাল আবদীন আখন, পৌর মেয়র মোঃ মোরশেদ, উপজেলা আওয়ামীলীগের সম্পাদক নুরুল ইসলাম ভিপি, চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি মোঃ হোসেন, প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবুল হাসেম মহাজন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনির আহমেদ শুভ্র ও সমাজসেবা কর্মকর্তা মোঃ মামুনুর রহমান উপস্থিত ছিলেন।