শেয়ার বাজারে বড় রকমের দর পতন

0
2

নিজস্ব প্রতিবেদক
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের বড় ধরনের পতন হয়েছে। এদিন ডিএসইর প্রধান ডিএসইএক্স সূচক ৫৬.৮০ পয়েন্ট কমে ৭ হাজার ১৮৬.৪৬ পয়েন্টে অবস্থান করেছে।

দিন শেষে ডিএসইতে ৩৭৬ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮৭টির, কমেছে ২৪৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির। ডিএসইতে এদিন ১ হাজার ৬৫১ কোটি ৬৫ লাখ টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ২১৭ কোটি টাকা বেশি।

অপর শেয়ারবাজার সিএসইর প্রধান সিএসইএক্স সূচক ৬৪.৯৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১২ হাজার ৬১৭.৯৯ পয়েন্টে। এদিন সিএসইতে ৩১০টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬৮টির, কমেছে ২১৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির।

দিন শেষে সিএসইতে ৬৩ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ১৭ কোটি টাকা বেশি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here