শ্রীলংকার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে মোসাদ্দেক

0
11

ক্রীড়া প্রতিবেদক
শ্রীলংকার বিপক্ষে আসন্ন চট্টগ্রাম টেস্টের জন্য গত রোববার ১৬ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বুধবার এক মেইল বার্তায় বিসিবি জানায় চোটের কারণে চট্টগ্রাম টেস্টে খেলতে পারছেন না মেহেদি হাসান মিরাজ। তার পরিবর্তে দলে নেওয়া হয়েছে অফস্পিনার নাঈম হাসানকে।

শুক্রবার এক মেইল বার্তায় বিসিবি জানায় চট্টগ্রাম টেস্টের দলে আরও একটি সংযোজন আছে। অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত থাকছেন চট্টগ্রাম টেস্টের দলে। ২৬ বছর বয়সী মিডল অর্ডার ব্যাটার মোসাদ্দেক ২০১৯ সালের সেপ্টেম্বরে জাতীয় দলের হয়ে শেষবার টেস্ট খেলেছিলেন।

২০১৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষেই টেস্ট অভিষেক হয়েছিল মোসাদ্দেকের। কলম্বোতে সাদা পোশাকে নিজের প্রথম ইনিংসে ৭৫ রান করেছিলেন তিনি।তবে বাংলাদেশ টেস্ট দলে জায়গা পাকা করতে পারেননি তিনি। এখন পর্যন্ত মাত্র তিন টেস্ট খেলে ৪১ গড়ে ১৬৪ রান করেছেন মোসাদ্দেক।

আগামী ১৫ মে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ ও শ্রীলংকর দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। এরপর ২৩ মে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।

বাংলাদেশ টেস্ট দল: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, ইয়াসির আলি চৌধুরী, তাইজুল ইসলাম, নাঈম হাসান, ইবাদত হোসেন, সৈয়দ খালেদ আহমদ, নুরুল হাসান সোহান, রেজাউর রহমান রাজা, শহিদুল ইসলাম, শরিফুল ইসলাম (ফিটনেস সাপেক্ষে), মোসাদ্দেক হোসেন সৈকত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here