সংসদ অধিবেশন শুরু আজ , বাজেট পেশ বৃহস্পতিবার

0
8

নিজস্ব প্রতিবেদক
চলতি একাদশ জাতীয় সংসদের ১৮তম অধিবেশন শুরু হচ্ছে আজ রবিবার বিকাল ৫টায়। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সাংবিধানিক ক্ষমতাবলে গত ১৮ মে এই অধিবেশন আহ্বান করেছেন। এটা বাজেট অধিবেশন। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের আগামী ৯ জুন বৃহস্পতিবার বিকাল ৩টায় সংসদে ২০২২-২৩ অর্থবছরের জাতীয় বাজেট প্রস্তাব উপস্থাপনের কথা রয়েছে। আওয়ামী লীগের নেতৃত্বাধীন চলতি মেয়াদের সরকারের এটি হবে চতুর্থ বাজেট।

করোনার মহামারির কারণে আগের দুটি বাজেট অধিবেশনের কার্যদিবস ছিল খুবই কম। ওই দুটি বাজেট অধিবেশন ছাড়াও মহামারিকালে সংসদের অন্য অধিবেশনগুলো ছিল সংক্ষিপ্ত। স্বাস্থ্যবিধি মেনে পরিচালিত হয়েছিল অধিবেশন। সংসদ সদস্যরা পালা করে অধিবেশনে যোগ দিয়েছিলেন। করোনার সংক্রমণ এখনো থাকায় এবারও স্বাস্থ্যবিধি মেনেই অধিবেশন পরিচালিত হবে। তবে এবার সকল সংসদ সদস্যই চাইলে প্রতি কার্যদিবসেই সংসদে যোগ দিতে পারবেন, কোনো পালা থাকছে না। এছাড়া সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরাও নিয়মিত স্বাভাবিক দায়িত্ব পালন করতে পারবেন। সাংবাদিকরাও সরাসরি সংসদ ভবনে গিয়ে পুরো অধিবেশনের সংবাদ সংগ্রহ করতে পারবেন।

তবে সংসদ সদস্য, সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট সাংবাদিকদের প্রত্যেককে কোভিড-১৯ পরীক্ষা করাতে হয়েছে। ইতিমধ্যে সংসদ ভবনে স্থাপিত করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ বুথে নমুনাও নেওয়া হয়েছে। যাদের করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে কেবল তারাই সংসদে যেতে পারবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here