নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ অনলাইন জার্নালিষ্ট অ্যাসোসিয়েশন চরফ্যাশন শাখার যুগ্ম সম্পাদক ও চরফ্যাসন সাংবাদিক কল্যান তহবিলের সদস্য সাংবাদিক নুরু উল্লাহ ভুইয়ার পিতা মাওলানা রফিক উল্লাহ ভূইয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ আগস্ট) বাদ আছর বাংলাদেশ অনলাইন জার্নালিষ্ট অ্যাসোসিয়েশন ও চরফ্যাশন সাংবাদিক কল্যাণ তহবিল এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের যৌথ আয়োজনে এসোসিয়েশন কার্যালয়ে এই দোয়া মোনাজাত অনুষ্টিত হয়।
সাংবাদিক এম আমির হোসেনের সঞ্চালনায় দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাংবাদিক ইয়াছিন আরাফাত, এম আবু সিদ্দিক, মিজানুর রহমান নয়ন, কামাল মিয়াজি এবং আদিল হোসেন তপু প্রমুখ।
এতে উপস্থিত ছিলেন, সাংবাদিক নোমান সিকদার, কামারুল সিকদার, এম লোকমান হোসেন, শাহাবুদ্দিন সিকদার, এম নোমান চৌধুরী, এস আই মুকুল, সোহেব চৌধুরী, এম সফিকুল ইসলাম ও শামসুদ্দিন হাওলাদার, তছলিম আখনসহ অন্যান্যরা।
দোয়া মোনাজাত পরিচালনা করেন সিনিয়র সাংবাদিক মাওলানা খোরশেদ আলম।